সোমবার, ২৩ মে ২০১৬
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » কক্সবাজার উপকুলে সাইক্লোন রোয়ানুর আঘাত সাইক্লোন সেল্টারে আশ্রিতদের মাঝে জরুরী খাবার বিতরন
কক্সবাজার উপকুলে সাইক্লোন রোয়ানুর আঘাত সাইক্লোন সেল্টারে আশ্রিতদের মাঝে জরুরী খাবার বিতরন
লালমোহন বিডিনিউজ : উপকুলীয় জেলা কক্সবাজারের উপর দিয়ে বয়ে য্াওয়া সাইক্লোন রোয়ানুর আঘাতে প্রায় ৩শ বাড়িঘর বিধ্বস্ত সহ ৩০টি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আহতও হয়েছে অনেকে। উপকুলীয় সাইক্লোন সেল্টারগুলোতে জোয়ারে প্লাবিত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ে ছিল।
কক্সবাজার জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে সাইক্লোন সেল্টারে আশ্রিতদের মাঝে জরুরী খাবার বিতরন করা হয়েছে।
জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর সূত্রে জানা গেছে, গতকাল পৌরসভায় এরিয়ায় পর্যাপ্ত পরিমানে শুকনো জাতীয় খাবার ( মুড়ি, চিড়া,গুড় ও পানীয়জল এবং নুনিয়াছড়া সাইক্লোন সেল্টারে রাতে ৫০০আশ্রিতদের মাঝে খিচুড়ি ও পানি বিতরন করা হয়েছে।
উক্ত আশ্রয়কেন্দ্রে খিচুড়ি ও পানি বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) উপ-পরিচালক হাফিজ আহমেদ, কাউন্সিলব মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি ম্যনেজার রোনাল্ড প্রবীর চিসিক. গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সিবিও প্রতিনিধি, কমিউনিাট স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।