বুধবার, ৬ মে ২০১৫
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমদ্দিনে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা
ভোলার তজুমদ্দিনে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা
তজুমদ্দিন সংবাদ দাতা (ভোলা) : ভোলার তজুমদ্দিনে ৬ মে বুধবার থেকে ২ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। উপজেলা চত্তরে বিকাল ৩টায় এ মেলা শুরু হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেলা চলবে। ডিজিটাল মেলায় সরকারী বিভিন্ন দপ্তর সমূহের সেবাদান কার্যক্রম, ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র সমূহের সেবা, শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি, ই-স্বাস্থ্য সেবা, কৃষি বিষয়ক সেবা ও এনজিওদের সেবাদান কার্যক্রম প্রদর্শিত হবে।
মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা। এসময় উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদ উল্যাহ জসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ কামরুজ্জামান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গির, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া প্রমুখ।