শুক্রবার, ২০ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ঘুর্নিঝড় রোয়ানু কারনে সর্বোচ্চ সর্তকতা জারি
লালমোহনে ঘুর্নিঝড় রোয়ানু কারনে সর্বোচ্চ সর্তকতা জারি
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু লালমোহন :লালমোহনে ঘুর্নিঝড় রোয়ানুর কারনে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। শুক্রবার সন্ধা পর্যন্ত উপজেলার ধলীগৌর নগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে মেঘনা নদীর ভেড়ী বাধ ভেঙ্গে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এদিকে সিপিপির পক্ষ্য থেকে নদীর তীড়বর্তী সহ সকল চর অঞ্চলের লোকজনকে নিকটতম আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ্য থেকে সকল প্রকার নৌযান সহ মাছ ধরা ট্রলার সমুহের চলাচলের উপর নিষেধাজ্ঞ জারি করা হয়েছে। উপজেলার দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটি আশ্রয় কেন্দ্রের লোকজনের খাবারের জন্য চিড়া গুড়ে–র ব্যাবস্থা করে রেখেছে । দুর্যোগের কারনে গতকাল লালমোহন ও চরফ্যাশন থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হওয়া লঞ্চ এমভি জামাল , এমভি রাসেল ও এমভি সাব্বির দেবীর চর এলাকায় যাত্রী নামিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছে। এব্যাপারে লালমোহন উপজেলার নির্বাহী অফিসার শামছুল আরিফ প্রতিবেদককে জানিয়েছেন, ঘুর্নিঝড় রোয়ানুর কারনে এ এলাকায় ৪ নম্বর সংকেত জারি করা হয়েছে এবং উপজেলার সকল কর্মকর্তার ছুটি বাতিল সহ দূর্যোগ মোকাবেলার জন্য সকল প্রকার প্রস্তুতি সহ ২৪ ঘন্টার জন্য কন্টোলরুম খোলা রাখা হয়েছে।