সোমবার, ১৬ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চিকিৎসক, ঔষধ, নার্স ও শয্যা সংকট লালমোহনে ডায়রিয়ার প্রাদুর্ভাব
চিকিৎসক, ঔষধ, নার্স ও শয্যা সংকট লালমোহনে ডায়রিয়ার প্রাদুর্ভাব
লালমোহন বিডিনিউজ ,শান্ত সাহা :প্রাকৃতির আপন নিয়মে আবহাওয়ার পরিবর্তন ও প্রচন্ড তাপদাহের কারনে লালমোহনে ডায়রিয়া নিউমোনিয়া ও ভাইরাস জনিত জ¦রের কঠীন প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালে ডাইরিয়া নিউমোনিয়া ও ভাইরাস জনিত জ¦র রোগে আক্রন্ত হয়ে প্রতিদিন গড়ে শিশু রোগীসহ ১৫-২০ জন রোগী ভর্তী হচ্ছে। পর্যাপ্ত শয্যা না থাকায় বারান্দায় ও মাটিতে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। এতে করে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অপরদিকে পর্যাপ্ত পরিমান ঔষধ , চিকিৎসক ও নার্স না থাকার কারনে চিকিৎসা নিতে আসা হাজারো রোগীদের চরম বিপাকে পরতে হচ্ছে প্রতিনিয়তই। রবিবার সকালে সরজমিনে লালমোহন সদর হাসপাতালের নার্স ইনচার্জ শাহানাজ বেগমের সাথে আলাপকালে তিনি এই প্রতিবেদককে , ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে সাধারণত ১৪ জন সেবিকা থাকার কথা সেখানে মাত্র ৫ জন রয়েছে। এরমধ্যে আবার ১ জনের ডেপুটিশনে বদলীর ওয়ার্ডর এসেছে। প্রতিদিন ১৫-২০ জন রোগীকে সামলাতে চরম হিমশিম খাচ্ছি। এদিকে আবার পর্যপ্ত পরিমান স্যালাইন ও ঔষুধের সরবারহ না থাকার কারনে ভর্তী রোগীদের চিকিৎসায় চরম ব্যাঘাত ঘটছে। আমরা এক পর্যায়ে চাপ সামলাতে পুরোপুরি ব্যার্থ। মুঠোফোনে এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিত্যান্দ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানায়, সরকারী নিয়ম অনুযায়ী ৫০শয্যা হাসপাতালে সুপারভাইজার সহ ১৬ জন নার্স থাকার কথা সেখানে আমাদের মাত্র ৫ জন নার্স আছে। স্যালইন ও ঔষধের সংকটের ব্যাপারে আমি সিভিল সার্জনকে জানিয়েছি। আমরা প্রতি মাসে ১০০-১৫০ স্যালাইন পাই তাতে আমাদের চলেনা। ফলে রোগীদের ঠিকমত স্বাস্থ সেবা দিতে পারছি না।