
রবিবার, ৮ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রাইসমিলের ইঞ্জিন চুরি করতে এসে ইঞ্জিন সহ চোর আটক।।
লালমোহনে রাইসমিলের ইঞ্জিন চুরি করতে এসে ইঞ্জিন সহ চোর আটক।।
লালমোহন বিডিনিউজ ,এম,আর পারভেজ লালমোহন :ভোলার লালমোহনে উপজেলার ধলিগৌরনগর উইনিয়নের হাফিজউদ্দিন বাজার সংলগ্ন চরমোল্লাজি গ্রামে রাইসমিলের ইঞ্জিন সহকারে এক চোরকে আটক করা হয়েছে।সরজমিন সূত্রে জানা যায় চরমোল্লাজি গ্রামের (হাফিজউদ্দিন বাজার সংলগ্ন) মামুন ভুইয়া রাইসমিলের ব্যাবসা করে আসছে , শনিবার রাতে ঐ এলাকার রফিজল মাজির ছেলে মনির (২৫) বসিরের ছেলে জসিম (২৭) মৃত আবদুলহাই মাষ্টারের ছেলে সুফিয়ান (২৭) শাহাবুদ্দিন , জহির উল্লাহ , মোফাজ্জল হকের ছেলে জাফর উল্লাহ সহ একদল চোর চক্র মামুনের রাইস মিলের ইঞ্জিন নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা টের পেয়ে মফিজল হকের ছেলে মনিরকে আটক করে এবং তার সহযোগি চোর চক্র পালিয়ে যায়। একাধিক সূত্রে জানা যায় এ সকল চোরের নেতৃত্ত্বে ফরিদ দালাল। ধলিগৌর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়তুল ইসলাম (মিন্টু) জানান , ফরিদ দালাল সহ ঐ এলাকাই একটি চোর চক্র কাজ করছে দীর্ঘ দিন ধরে,এ সবের নেতৃত্ত্বে বেলায়েত ভুইয়া ও তার ছেলে , তবে এসব নির্মূল করতে সময় লাগবে । এ ব্যাপারে ধলিগৌর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসার্জ এস,আই আনোয়ার চোর আটকের সত্যতা স্বিকার করেন ।