বুধবার, ৪ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নব- নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সফত অনূষ্ঠিত
লালমোহনে নব- নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সফত অনূষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু, লালমোহন : লালমোহনে চার ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সফত অনূষ্ঠান সম্পূর্ন হয়েছে। বূধবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুর আরিফ উপজেলা পরিষদের হলরুমে সফত বাক্য পাঠ করান চার ইউপির ৩৬ জন সাধারন ওয়ার্ডের মেম্বার ও ১২ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য বৃন্দর। সফত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ।সফত অনূষ্ঠনের পূর্বে প্রধান অতিথি সহ উপজেলা ভাইচ- চেয়ারম্যান ও মহিলা ভাইচ চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহি অফিসার আগত নব- নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারন মেম্বার ও মহিলা মেম্বারদের ফুল দিয়ে বরন করে নেন। সফত অনুষ্ঠানের পরে নব- নির্বাচিত পরিষদের সকলের উদ্দেশ্য বক্তব্য রাখন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ , বিশেষ অতিথি উপজেলা ভাইচ- চেয়ারম্যান ফকরূল আলম হাওলাদার , মহিলা ভাইচ চেয়ারম্যান মাসুমা খানম , উপজেলা নির্বাহি অফিসার সামছুল আরিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ধলী গৌরনগর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেযারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু , লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার, ফরাজগঞ্জের চেয়ারম্যান আবুল বসার সেলিম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মোঃ আকতারুজ্জমান, । অনুষ্ঠান পরিচালনা করেন লালমোহন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।