মঙ্গলবার, ৫ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » পিন্টুর মৃত্যুতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
পিন্টুর মৃত্যুতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
সোহেল ঢাকা : বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী বৃহস্পতিবার বাদ আসর নয়াপল্টনের কার্যালয়ের সামনে এবং শুক্রবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় সমূহে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান আজ এ কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদক উক্ত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিট সমূহকে নির্দেশ প্রদান করেছেন।