রবিবার, ১ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মহান মে দিসব উপলক্ষে আলোচন সভা ও র্যলী অনুষ্ঠী
লালমোহনে মহান মে দিসব উপলক্ষে আলোচন সভা ও র্যলী অনুষ্ঠী
লালমোহন বিডিনিউজ , শান্ত সাহা লালমোহন ॥
সারা দেশের ন্যায় মহান মে দিবস উপলক্ষে লালমোহন হোটেল শ্রমিক লীগের আয়োজনে ও পৌর শ্রমীক লীগের উদ্যোগে রবিবার ১লা মে পথর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়। সকাল ১০ টায় পৌর শহরের উত্তর বাজার পৌর শ্রমীক লীগ কার্যলয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রতিটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষীন করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়ে বেলা ১১ টায় চৌরাস্তার মোড়ে সকল শ্রমীকরা উপস্থিত হন । এসময় চৌরাস্তায় হাজারো মেহনতী শ্রমীকের ঢল নামে । পদচারনায় মুখরিত হয়ে উঠে লালমোহন বাজারের প্রধান সড়কগুলো ,হাজারো মেহনতী শ্রমীকের বজ্রকন্ঠে তোলা “ বাংলার মেহনতী মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও” এই শ্লোগানে সগরম হয়ে উঠে চৌরাস্তার মোড়। মে দিবস উপলক্ষে অনুষ্ঠীত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমোহন পৌর শ্রমীকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, লাভু পঞ্চায়েত। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন , জেলা শ্রমীকলীগের সিনিঃ সহসভাপতি আবুল কাশেম, যুবলীগ নেতা হারুন-আর-রশীদ (নব্য), নসীমন শ্রমীকলীগ সম্পাদক মামুন, উপজেলা রাজ শ্রমীকলীগের সভাপতি ফকরুল আলম, সম্পাদক শাহাজান সহ লালমোহন পৌর শ্রমীক লীগের সকল স্তরের নেতাকর্মী ও সাধারন শ্রমীকরা।