শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে একশত বস্তা সুপারি জব্দ ॥ ১ ব্যাবসায়ীকে ৬ মাসের কারাদন্ড
লালমোহনে একশত বস্তা সুপারি জব্দ ॥ ১ ব্যাবসায়ীকে ৬ মাসের কারাদন্ড
লালমোহন বিডিনিউজ ,শান্ত লালমোহন : লালমোহনে বিষাক্ত ক্যমিকেল হাইড্রোজেন মিশানো একশত বস্তা সুপারি জব্দ করে সুপরির ব্যাবসায়কে ৬ মাসের কারদন্ড দিয়েছে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সূত্র মতে , গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ এপ্রিল শুক্রবার দুপুর ১ টায় লালমোহন পৌরসভা ১ নং ওয়াডের্র সরকারী শাহাবাজপুর কলেজ সংগলœ সাপুরিয়া বস্তির পিছনে একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুল আরিফ। অভিযান পরিচালনা কালে পুকুর থেকে উঠানো ভিজা সুপরিতে ঢাকা ও চট্রগ্রামে চালানের উদ্দেশ্যে ক্ষতিকারক হাইড্রোজেন মিশোনোর সময় হাতে নাতে আটক করে সুপরির মালিক দীপাকর দাসকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাজাপ্রাপ্ত দিপকের বাড়ি হাতিয়া উপজেলার পৌরসভা ৫ নং ওয়ার্ডে। তার বাবার নাম গিরেন্দ দাস। তিনি বহুদিন যাবত লালমোহন রাখি ব্যাবসায়ী সমিতীর সেল্টারে ভিজা সুপারীর সাথে ক্ষতিকারক হাইড্রোজেন মিশিয়ে ঢাকা-চট্রগ্রামে চালান করছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু বাসিন্দা। ক্ষতিকারক হাইড্রোজেন মিশানো সুপারি গুলো রোলার মেশিনে দিয়ে নষ্ট করা হবে বলে জানান শামসুল আরিফ । অপরদিকে লালমোহন বাজার ব্যাবসায়ী সমিতির গুটি কয়েক নেতা ম্যানেজ মিশনের পায়তারা করছেন বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়।