বুধবার, ২৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মেডিকেল ডিসপেনসারী স্থাপনে খাস জমি বরাদ্ধের দাবিতে অবসর প্রাপ্ত সেনা সদস্যদের মানববন্ধন
ভোলায় মেডিকেল ডিসপেনসারী স্থাপনে খাস জমি বরাদ্ধের দাবিতে অবসর প্রাপ্ত সেনা সদস্যদের মানববন্ধন
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলা জেলা সশস্ত্র বাহিনী বোর্ড এবং মেডিক্যাল ডিসপেনসারী অফিস স্থাপনের জন্য খাস জমি বরাদ্ধের দাবিতে বুধবার অবসর প্রাপ্ত সেনা সদস্যগণ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। এসময় সৈনিকদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চলাকালীন ভোলার প্রথম মুক্তি বাহিনীর কমান্ডার ফিরোজ আহম্মেদ এবং অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা ভোলা জেলা শাখার মহাসচিব ডাঃ মোঃ আলমগীর হোসেন। মানববন্ধন শেষে সৈনিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ তাদের অফিস স্থাপনের জন্য সরকারি ভাবে খাস জমি বরাদ্ধ দিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। এতে বলা হয়েছে ভোলাতে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড না থাকায় চার হাজার সৈনিক সদস্য ও তাদের পরিবার বর্গের যাবতীয় কাজ কর্ম জেলা সশস্ত্র বাহিনী বোর্ড বরিশালের মাধ্যমে সম্পন্ন করতে হচ্ছে। ফলে এক দিকে আর্থিক সমস্যা অন্যদিকে বরিশালে সঠিক সময়ে যাতায়াত করতে না পারায় অবসর প্রাপ্ত সেনা সদস্যগণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অনতি বিলম্বে তাদেরকে অফিস স্থাপন করতে একটি খাস জমি বরাদ্ধ দিতে ভোলার জেলা প্রশাসকের প্রতি জোর দাবি জানিয়েছেন।