সোমবার, ৪ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার মেঘনা নদী থেকে ৩ লাখ বাগদা রেনু জব্দ ॥ আটক ৭
ভোলার মেঘনা নদী থেকে ৩ লাখ বাগদা রেনু জব্দ ॥ আটক ৭
ভোলা সংবাদদাতা
ভোলার মেঘনা নদীতে সোমবার ভোর রাতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩ লাখ বাগদা রেনু জব্দ করেছে। এ সময় সহ ৭ পাচারকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে । কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ট্রলারযোগে পাতিল ভর্তি ৩ লাখ বাগদা চিংড়ি রেনুপোনা নোয়াখালী থেকে খুলনা নেয়ার পথে পোনাসহ ৭ পাচারকারীকে কোস্টগার্ড আটক করে। আটককৃ রেনুপোনার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এরপর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটককৃত ৭ পাচারকারীকে ভোলা থানায় প্রেরণ করা হয় এবং রেনুপোনা গুলো ভোলার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।