বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের ধলীগৌরনগরে কেয়ারটেকার কতৃক মালিকের সম্পত্তি দখলের চেষ্টা
লালমোহনের ধলীগৌরনগরে কেয়ারটেকার কতৃক মালিকের সম্পত্তি দখলের চেষ্টা
লালমোহন বিডিনউজ ,ভোলা দঃ প্রতিনিধি লালমোহনে কেয়ারটেকার কতৃক মালিকের সম্পত্তিতে জবর দখল করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ২ নং ওয়ার্ড ভেদুরিয়া এলাকার মোঃ আফসার উদ্দিন গংদের সম্পত্তিতে একই এলাকার আবদুল হক মোল্লা ও তার ছেলে আলাউদ্দিন মিন্টু , সাহাবুদ্দিন, মহিউদ্দিন, মোঃ জাকির, গিয়াসউদ্দিন ওরকাইত হিসেবে দীর্ঘদিন বসবাস করে আসছিল । জমি মালিকের জমির প্রয়োজনে আবদুল হক মোল্লা গংরা বিগত ১২-৩-২০০১ সালে উক্ত সম্পত্তি ছেড়ে অন্যত্র চলে যায় ।
প্রায় এক যুগ পর ঐ সম্পত্তির লোভ বাসা বাঁধে আবদুল হক মোল্লা গংদের মনে। তাই তারা ভুয়া দলিল ্ও খতিয়ানের মূলে জমির মূল মালিক মোঃ আফসার উদ্দিন গংদের বিবাদি করে এলাকায় গ্রাম্য শালিস বসিয়ে একতরফা রায় নিয়ে নেয় ।
ভূমি মালিক মোঃ আফসার উদ্দিনের এই ভূমিতে একটি ঘর আছে যেখানে কেয়ারটেকার মোঃ ফারুক ওরপে হেজু পরিবার সহ বসবাস করে আসছিল । ফারুক তার নিজের ব্যাক্তিগত কাজে বাড়ির বাইরে যাওয়ার সুবাধে আবদুল হক মোল্লা গংরা ঐ ঘর থেকে যাবতীয় মালামাল লুটে নিয়ে ১৩ এপ্রিল সকালে ঐ সম্পত্তিতে জোড় পুর্বক ঘর উত্তোলনের চেষ্টা করে ।
সরেজমিনে গিয়ে জানা যায়, জবর দখলকারী আবদুল হক মোল্লা গং পুলিশ বাঁধা উপেক্ষা করে ঘর নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে ।
এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ আফসার উদ্দিন বলেন, আমার সাবেক ওরকাইত আবদুল হক গং যে এওয়াজ বদল সূত্রে লালমোহন থানা ৩৭ নং জে এল মৌজা ভেদুরিয়ার আর এস ১০৩/২ খতিয়ানের ১১৮৬ ও ১১৬৮ দাগের সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে সেই মৌজায় ১০৩/২ নামের কোন খতিয়ানের অস্তিত্ব নেই ।
তিনি আরো বলেন, আমার সম্পত্তিতে তারা প্রায় ১০ বছর ওরকাইত থেকে ২০০১ সালে স্ব ইচ্ছায় অন্যত্র চলে যায় । প্রায় দূই যুগ পর আমার ভোগ দখলীয় সম্পত্তির দাবী করে তারা ভুয়া দলিল দেখিয়ে গ্রাম্য শালিসদের ম্যানেজ করে তাদের পক্ষে একতরফা রায় লিখিয়ে জবর দখল করার চেষ্টা করছে ।
এ ব্যাপারে ্আমি লালমোহন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে জবর দখলকারীদের ঘর উত্তোলন বন্ধের নির্দেশ দিলে ও তা অমান্য করে তারা ঘর উত্তোলনের চেষ্টা করে ।
এ ব্যাপারে লালমোহন থানার এ এস আই নাছির উদ্দিন জানান, আমি ঘটনাস্থলে গিয়ে আবদুল হক মোল্লা গংদের ঘর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়ে বুধবার বিকেল ৫ টায় উভয়ের কাগজ পত্রাদি নিয়ে থানায় আসতে বলেছি ।