শিরোনাম:
●   মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান ●   স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেম-ওলামাগণ বেশি নির্যাতিত হয়েছেন : মেজর অবঃ হাফিজ ●   সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন বলে মেজর অবঃ হাফিজ’র আশাবাদ ●   মেজর হাফিজর ভগ্নিপতি, ড.শাহ্ মাহমুদ উল্লাহ্’র মৃত্যুতে লালমোহন উপজেলা বিএনপি’র শোক ●   লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে দুই যুবদল নেতার সংবাদ সম্মেলন ●   লালমোহনে প্রায় ১০লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস ●   লালমোহনে ১শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা চিহ্নিত মাদক কারবারি ●   এতিম শিশুদের শীতবস্ত্র দিলো লালমোহন ফাউন্ডেশন ●   লালমোহন বিএনপির সদস্য সচিব শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত ●   কোকো’র আত্মার শান্তি কামনায় লালমোহনে বিএনপির দোয়া মোনাজাত
ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
Lalmohan BD News
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটে পচছে ১০ কোটি টাকার তরমুজ ॥ কর্তৃপক্ষের নেই কোনো কার্যকরী ব্যবস্থা
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটে পচছে ১০ কোটি টাকার তরমুজ ॥ কর্তৃপক্ষের নেই কোনো কার্যকরী ব্যবস্থা
৬২৯ বার পঠিত
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটে পচছে ১০ কোটি টাকার তরমুজ ॥ কর্তৃপক্ষের নেই কোনো কার্যকরী ব্যবস্থা

লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :  ভোলা-লক্ষ্মীপুর রুটে নিয়মিত ফেরি চলাচল করছে না। গুরুত্বপূর্ণ এ রুট দিয়ে ফেরি চলাচল না করায় ভোলা ও লক্ষ্মীপুর জেলার দুই পাড়ে তরমুজবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। এতে করে উভয় পাড়েই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত ৫-৬ দিন ধরে ফেরিঘাটে অবস্থান করছে তরমুজবাহী প্রায় তিন শতাধিক ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা। ফেরিঘাটেই পচছে প্রায় ১০ কোটি টাকার তরমুজ।
গত কয়েক দিন ধরে ফেরিঘাটে এ অবস্থার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে পরিবহন শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। এদিকে এ বিষয়ে ফেরি কর্তৃপক্ষ বলছে, ফেরি সংকট ও জোয়ার-ভাটার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে নিয়মিত ফেরি চলাচল করছে না। অপরদিকে পরিবহন শ্রমিকরা অভিযোগ করেছেন, ফেরি চলাচলে চরম অব্যবস্থাপনা ও ফেরিঘাটে চাঁদাবাজির কারণে ফেরির চালকরা নিয়মিত ফেরি চালাচ্ছেন না।
আজ মঙ্গলবার সকালের দিকে ভোলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ইলিশা ফেরিঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার জংশন বাজারের ইলিশা মডেল কলেজের সামনে থেকে অন্তত ১১৩টি তরমুজবাহী ট্রাকসহ শতাধিক বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। গত ৫-৬ দিন ধরে এসব যানবাহন আটকা পড়ে রয়েছে বলে জানান পরিবহন শ্রমিকরা। রাস্তার এক পাশ চাপিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে রয়েছে এসব মালবাহী ট্রাক। সেখানে প্রায় অর্ধশত পরিবহন শ্রমিক লাঠি-সোটা হাতে নিয়ে রাস্তায় দাড়িয়ে রয়েছেন। সাংবাদিকের উপস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন তারা। বিভিন্ন অভিযোগ করতে থাকেন শ্রমিকরা। কথা হয় বেশ কয়েকজন ট্রাক চালক, হেলপার ও পণ্যের মালিকদের সঙ্গে।
ভোলার দৌলতখান উপজেলার ট্রাকচালক জাহাঙ্গীর জানান, তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থেকে প্রায় ৩ লাখ টাকার তরমুজ নিয়ে গত ৫ দিন আগে ইলিশা ফেরিঘাটে এসেছেন। যাবেন কুমিল্লায়। কিন্তু ৫ দিনেও গন্তব্যস্থলে যেতে না পারায় তার সব তরমুজ পচে যাচ্ছে।
জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, নির্ধারিত টোল ছাড়াও ফেরি কৃষানীর মাস্টার (চালক) আমির হোসেন ট্রাক প্রতি ২০০ টাকা চাঁদা দাবি করেন। তার দাবিকৃত ওই চাঁদার টাকা না দেয়ায় ফেরিচালক আমার ট্রাক ফেরিতে বহন করছেন না। এভাবে যারা চাঁদার টাকা দিচ্ছেন না তাদের মালবাহী ট্রাক ফেরিতে তুলছেন না বলেও অভিযোগ এই ট্রাকচালকের।
তরমুজ চাষি কামাল হোসেন জানান, চরফ্যাশন থেকে তিনি প্রায় আড়াই লাখ টাকার তরমুজ নিয়ে গত বুধবার ইলিশা ফেরিঘাটে আসেন। যাবেন চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে। তিনি বলেন, নিয়মিত ফেরি চলাচল না করায় দীর্ঘ ৭ দিন ধরে ট্রাকের ভেতর পচে যাচ্ছে তার তরমুজ।
ট্রাকচালক বাবুল, হেলপার ফয়সাল, তরমুজ চাষী নুরুল ইসল, ইলিয়াস, হারুন অর রশিদসহ পরিবহন শ্রমিক ও তরমুজ চাষীরা জানান, ফেরি চলাচলে অনিয়ম, কৃষানী ফেরির মাষ্টারের চাঁদাবাজি ও ফেরিঘাটে চরম অব্যবস্থাপনার কারণে গত ৫-৬ ধরে শুধুমাত্র ভোলার ইলিশা ফেরিঘাটে তরমুজবাহী ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার তরমুজ পচে যাচ্ছে। একইভাবে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে দেড় শতাধিক তরমুজবাহী ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। সেখানেও প্রায় ৫ কোটি টাকার তরমুজ পচছে বলেও জানান পরিবহন শ্রমিকরা।
এদিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে বিআরটিসির ব্যবস্থাপকের কার্যালয়ের নৈশ প্রহরী শাহজাহান হাওলাদার জানান, বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহকারে তাদের কার্যালয়ে পচা তরমুজ ও ইটপাটকেল নিক্ষেপ করেছে। তারা ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরির ব্যবস্থাপক আবু আলম ও ফেরি কৃষানীর মাষ্টার আমির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের অপসারণ দাবি করেন।
সরেজমিন পরিদর্শনকালেও ফেরিঘাটে ইজারাদারদের প্রতিনিধি, আওয়ামীলীগের কিছু পাতি নেতা, টাউট-বাটপার ও বিআরটিসির কিছু কর্মচারিদের দৌরাত্ম দেখা গেছে। এ সময় পুলিশের ভূমিকা ছিল অনেকটা নিরব দর্শকের মত। তাদের কাছে যেন অসহায় হয়ে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
ফেরি কৃষানীর মাষ্টার আমির হোসেন তার বিরুদ্ধে আনা পরিবহন শ্রমিকদের চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাড়ি ভোলা সদরে। আমি এখানকার স্থানীয় লোক। আমার এ ধরনের কোন রেকর্ড নাই। আপনি আমার বিরুদ্ধে যদি এ ধরনের কোন অভিযোগ পান তাহলে নাকে খোদ দিয়ে আমি ভোলা থেকে চলে যাব।
এ ব্যাপারে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আলম জানান, শুরু থেকে এ রুটে ৩টি ফেরি কনকচাপা, কৃষানী ও কস্তুরি নিয়মিত চলাচল করে আসছিল। এর মধ্যে ফেরি কস্তুরি গত বৃহস্পতিবার চাঁদপুরে নিয়ে গেছে কর্তৃপক্ষ। আর ইঞ্জিনের সমস্যার কারণে গত শনিবার থেকে ফেরি কৃষানীর চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে কনকচাপা নামে ১টি ফেরি এ রুটে চলাচল করছে। সেটিও জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলছে। তাই ভোলা ও লক্ষ্মীপুরের দুই পাড়েই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ফেরিতে পরিবহন পারাপার করতে কয়েকদিন সময় লেগে যাচ্ছে। এ রুটে আরো অন্তত দুইটি ফেরি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ভোলা-লক্ষীপুর ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেলে উপকূলীয় দ্বীপজেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল, ময়মনসিংহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে করে চরম ভোগান্তিতে পড়বেন ওই সব অঞ্চলের যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

---



এ পাতার আরও খবর

মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান
স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেম-ওলামাগণ বেশি নির্যাতিত হয়েছেন : মেজর অবঃ হাফিজ স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেম-ওলামাগণ বেশি নির্যাতিত হয়েছেন : মেজর অবঃ হাফিজ
সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন বলে মেজর অবঃ হাফিজ’র আশাবাদ সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন বলে মেজর অবঃ হাফিজ’র আশাবাদ
মেজর হাফিজর ভগ্নিপতি, ড.শাহ্ মাহমুদ উল্লাহ্’র মৃত্যুতে লালমোহন উপজেলা বিএনপি’র শোক মেজর হাফিজর ভগ্নিপতি, ড.শাহ্ মাহমুদ উল্লাহ্’র মৃত্যুতে লালমোহন উপজেলা বিএনপি’র শোক
লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে দুই যুবদল নেতার সংবাদ সম্মেলন লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে দুই যুবদল নেতার সংবাদ সম্মেলন
লালমোহনে প্রায় ১০লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস লালমোহনে প্রায় ১০লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
লালমোহনে ১শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা চিহ্নিত মাদক কারবারি লালমোহনে ১শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা চিহ্নিত মাদক কারবারি
এতিম শিশুদের শীতবস্ত্র দিলো লালমোহন ফাউন্ডেশন এতিম শিশুদের শীতবস্ত্র দিলো লালমোহন ফাউন্ডেশন
লালমোহন বিএনপির সদস্য সচিব শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত লালমোহন বিএনপির সদস্য সচিব শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত
কোকো’র আত্মার শান্তি কামনায় লালমোহনে বিএনপির দোয়া মোনাজাত কোকো’র আত্মার শান্তি কামনায় লালমোহনে বিএনপির দোয়া মোনাজাত

আর্কাইভ