শনিবার, ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » পুলিশ কোন চোর আটক করতে না পারায় শহর বাসির মধ্যে আতংক ভোলায় এবার আরো ৪ বাড়িতে গনহারে দুর্বৃত্তদের হানা ॥ আরো একটি মটরসাইকেল চুরি
পুলিশ কোন চোর আটক করতে না পারায় শহর বাসির মধ্যে আতংক ভোলায় এবার আরো ৪ বাড়িতে গনহারে দুর্বৃত্তদের হানা ॥ আরো একটি মটরসাইকেল চুরি
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : অব্যাহত চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নিতে না পারায় ভোলা শহরের কালি বাড়ি এলাকার ৪ বাড়িতে এবার দুর্বৃত্তরা মটরসাইকেল চুরির উদ্দ্যেশ্যে হানা দিয়েছে। শুক্রবার গভীর রাতে কালি বাড়ি রোডের ৩টি বাড়িতে ব্যর্থ হলেও একই এলাকার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার সরোয়ার আলম খানের পালসার মটরসাইকেল চুরি করে নিয়ে গেছে । এ নিয়ে গত ২ রাতে ২টি মটর সাইকেল ও ৫ দিনে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটে। গনহারের একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনা চোরকে গ্রেফতার করতে না পারায় শহরবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে।
ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন লিংকন জানান, তার কালি বাড়ি রোডের বাসার গ্রেজে প্রতিদিনের মতো সে মটরসাইকেল রেখে তালা মেরে রাতে ঘুমান। শনিবার সকালে উঠে দেখতে পান গ্রেজের সাটার ভাঙ্গা। ভিতরে তার ডিসকভার মটরসাইকেলের তালাও ভাঙ্গা। মটরসাইকেলের সাথে আরো একটি তালামারা থাকায় জোর নিতে পারেনি। তিনি আরো জানান,একই রাতে কালি বাড়ি এলাকায় আরো কয়েকটি বাসায় চোর হানা দেয়। এর মধ্যে ট্রান্সর্পোট ব্যবসায়ী আযাদ ও এ্যাডভোকেট কিরন তালুকদারের বাসায় মটরসাইকেলের তালা ভেঙ্গে চুরি করার চেষ্টা করে। ভোর হয়ে যাওয়াতে স্থানীয় লোকজন এসে পড়ায় চোর পালিয়ে যায়। এছাড়া একই রাতে কালি বাড়ি মোড়ে গার্লস স্কুল সংলগ্ন ৪ তলা ভবনের নিচতলার গ্যারেজের তালা ভেঙ্গে ওই ফ্লাটের বাসিন্দা বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার সরোয়ার আলম খানের পালসার মটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনার এক দিন আগে ভোলা গজনবী স্টেডিয়ামের সামনের গলির বিল্ডিং এর নিচ তলা থেকে হেলাল খানের ডিসকভার মটরসাইকেল চুরি হয়। ওই একই রাতে স্টেডিয়ামের সামনে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের বাসায়ও চোরের দল হানা দেয়। দুবৃত্তরা বাসায় কলাপসিবল গেইটের তালা কুপিয়ে ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ছাড়া আবাহাওয়া রোডের বাসিন্দা দৌলতখান আবু আবদুল্লাহ কলেজের প্রভাষক কামরুল হাসানের বাসার জানালা ভেঙ্গে রান্না ঘরের মালামাল নিয়ে যায়। এ ঘটনার ৪ দিন আগে ভোলা ইলিশা বাপ্তা বাস ষ্ট্যান্ড এলাকায় সফিকুল ইসলাম,জান্নাত ট্রের্ডাস,গোপাল দের টেলিভিন সার্ভিসিং সেন্টার,শংকরে ্ঔষধের দোকান, পলাশের সেলুন,লিটনের তৈলের দোকান,অমরের মুদ দোকানে নগদ টাকা পয়সা ও মালামাল চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এ ব্যাপারে ভোলা থানার ওসি খায়রুল কবির বলেন, মটরসাইকেল চুরির ব্যাপারে শহরে টহল জোরদার করা হয়েছে। শনিবার মটরসাইকেল চুরির ঘটনায় সরোয়ার বাদী হয়ে একটি মামলা করেছে।