রবিবার, ৩ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার লালমোহনে সহ¯্রাধিক রোগেীকে ফ্রি ডেন্টাল সেবা প্রদান
ভোলার লালমোহনে সহ¯্রাধিক রোগেীকে ফ্রি ডেন্টাল সেবা প্রদান
নুরে আলম ভোলা : ভোলা জেলা ডেন্টাল সার্জন সংগঠনের উদ্যোগে ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সহযোগীতায় রবিবার দিন ব্যাপী জেলার লালমোহন উপজেলার রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অসহায় দরিদ্রদেরকে ফ্রি ডেন্টাল সেবা দেয়া হয়েছে। এ সময় প্রায় সহ¯্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ভোলা বিডিএস সমিতির সভাপতি ডাঃ শাহিন চৌধুরী,বরিশাল বিডিএস এর সম্পাদক ডাঃ সাইফুর রহমান তুষার,সহ সভাপতি ডাঃ সাবিরা মাহমুদ অপু,ডাঃ ফারজানা নাজনিন, ডাঃ রিয়াজ উদ্দিন,ডাঃ নাজিম উদ্দিন নয়ন,ডাঃ আশরাফ আলী ও টেসনোলোজিষ্ট ইসরাইল শাহিন,মোঃ কামাল হোসেন, মোঃ শরীফ আহমেদ,জাভেদ।