রবিবার, ৩ মে ২০১৫
প্রথম পাতা » দক্ষিণ আইচা | শিরোনাম | সর্বশেষ » ভোলার ঢালচরে জেলেদের চাল বিতরনে অনিয়ম
ভোলার ঢালচরে জেলেদের চাল বিতরনে অনিয়ম
সিরাজ মাসুদ, ভোলা :ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে জেলেদের চাল বিতরনের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম পাটওয়ারী হতদরিদ্র জেলেদের মাঝে বাস্তবে চাল বিতরন না করে কাগজে কলমে বিতরন দেখিয়ে বিপূল পরিমানে চাল আত্মসাৎ করেছেন। প্রকৃত জেলেদের কে সরকারী সকল সুবিধা থেকে বঞ্চিত করে নিজেই সকল সুবিধা ভোগ করছেন।
গত ১ মে শুক্রবার সকাল ৮টার সময় ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতে ঢালচর ইউপির অস্থায়ী কার্যালয়ে ৪৪৫ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরনের কথা থাকলেও চেয়ারম্যানের নির্দেশে ২০/২৫ কেজি করে চাল বিরতন করা হয় বলে জানান সুবিধাবঞ্চিতরা । এ সময় জেলে কার্ডধারী মোঃ ইউনুছ,রিপন , আলাউদ্দিন, খোর্শেদ,সাদেক ,তরিকুল ইসলাম, জাকির মাঝি সহ একাধিক জেলেরা জানায় ,হুনছি ৪০ কেজি কইরা চাউল দিবো কিন্তু আমগোরে ২০ কেজি কইরা চাউল দিছে।
এ ছাড়াও কালাম পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে চরের বন উজার করে গাছ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান ।
ট্যাগ অফিসার সৈয়দ নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিজন জেলেকে দুই বালতি করে চাল দেয়া হয়েছে ।
ঢালচর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদার জানান, আমি বর্তমানে বরিশালে রয়েছি এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।
ঢালচর ইউপি সদস্য মোঃ সেলিম ও মোঃ এলাহী সহ একাধিক ইউপি সদস্যরা জানান, জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও আমাদের চেয়ারম্যানের নির্দেশে ২০/২৫ কেজি করে চাল বিতরন করা হয়েছে । চেয়ারম্যান প্রভাবশালী বিধায় আমরা কেউ কিছু বলতে পারছিনা ।
ঢালচরের হতদরিদ্র জেলেরা চেয়ারম্যানের কবল থেকে মুক্তি পেয়ে সরকারী সকল সুবিধা পাবে এমনটাই প্রত্যাশা করছেন ঢালচরবাসী ।