শনিবার, ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বদরপুরের সুলীজে দু পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫॥ মোটরসাইকেল ভাংচুর ॥ ১টি মোটর সাইকেল নিখোঁজ
লালমোহনে বদরপুরের সুলীজে দু পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫॥ মোটরসাইকেল ভাংচুর ॥ ১টি মোটর সাইকেল নিখোঁজ
লালমোহন বিডিনিউজ :লালমোহন বদরপুর ইউনিয়নের সুলীজ এলাকায় দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয় ও ১ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এবং ১টি মোটর সাইকেল নিখোঁজ রয়েছে । সূত্রমতে , শনিবার সকাল ১০ নাগাত বদরপুর ৮নং ওয়ার্ডের সুলীজ এলাকায় নবনির্বাচিত মেম্বার মিজান পালওয়ানের আনন্দ মিছিল বের হয়। পরাজিত মেম্বার প্রার্থী মাসুদ বেপারীর ছেলে সুমন সুলীজে তাদের কর্মীদের সাথে দেখা করতে গেলে মিজানের অনুসারী কর্মী সমর্থকরা তাকে মারধর করে, খবর পেয়ে মাসুদ তাদের জিজ্ঞাসা করতে গেলে মিজানের অনুসারী কর্মী সমর্থকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদকে লাঞ্ছিত করে মিজান ও তার সমর্থকরা ,লাঞ্ছিত করার খবর পেয়ে মাসুদের সমর্থকরা সুলিজ এলাকায় গিয়ে মিজানের কর্মী সমর্থকদের সাথে সংর্ঘষে জড়িয়ে পরে। পরে লালমোহন থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।সাবেক মেম্বার মাসুদ বলেন, আমার ছেলে সুমন আমার কর্মীদের সাথে দেখা করতে সুলীজে আসলে ফজলু চেয়ারম্যানের ভাতিজা রানা ,বাবুল কুরালী,বারেক ফরাজী,জাহাঙ্গীর ,রহিম,নিরব ,আলম সহ আরো অনেকে আমার ছেলেকে ব্যাপক মারধর করে তার সাথে থাকা মটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। আমি খবর পেয়ে এসে জিজ্ঞাসা করতে গেলে আমাকেও লাঞ্ছিত করে আমার কর্মী সুমনের গাড়ী ভাংচুর করে। আমার ৮/১০ জন কমীকে এলোপাথারি মারধর করে।
অপরদিকে সদ্য বিজয়ী মেম্বার মিজান সাংবাদিকদের বলেন, “ আমি সকালে আমার অনুসারী কর্মী সমর্থকদের নিয়ে সুলিজের দক্ষিন পাশে আনন্দ মিছিল করতে গেলে পরাজিত মেম্বার মাসুদের ছেলে সুমন ও মাসুদের লালিত ক্যাডারদের নিয়ে বেড়ির মাথায় আমার কর্মী রানার উপর এলোপাথারি হামলা চালায়। মেম্বার মাসুদের ছেলে সুমনের বন্ধু সুমনের হাতে থাকা একটি পাটের ব্যাগে দেশীয় অ¯্র থাকায় সুমনের সাথে থাকা মোটর সাইকেল লোকজন ভাংচুর করে। এবং অ¯্র সহ পাটের ব্যাগটি ৮ নং ওয়ার্ডের সদ্য বিজয়ী মেম্বার অলি তার হেফাজতে নিয়ে যায়।
এদিকে সদ্য বিজয়ী মেম্বার অলির সাথে এ বিষয়ে আলাপকালে তিনি প্রতিবেদকে বলেন , সুমনের বন্ধু সুমনের কাছে ব্যাগ ছিল। কিন্তু ঐ ব্যাগে কিছুই ছিলনা। আমি জনসমুক্ষে সুমনের হাতে থাকা ব্যাগটি উলট-পালট করে দেখিয়ে ব্যাগটি স্থানীয় এক বাসিন্দাকে দিয়ে দেই।