শুক্রবার, ১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু পক্ষের ১৫ জন আহত
লালমোহনে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু পক্ষের ১৫ জন আহত
লালমোহন বিডিনিউজ : লালমোহনে নির্বাচন সহিংসতায় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে। গত ৩১ মার্চ বদরপুর সহ উপজেলার দুটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরদিন শুক্রবার সকাল ৬ টায় ৫ নং ওয়ার্ডের পরাজিত দু মেম্বার প্রাথী সত্তার খলিফা ও বাবুল মেম্বারের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়। জানাযায় সকালে বাবুল মৃর্ধার সমর্থক আলামিন মিন্টুর সাথে সত্তার খলিফার সমর্থক ছিদ্দিক এর সাথে কথা কাটাকাটির এক পযার্য় বাবুল মৃর্ধা সহ মোশারেফ,রফিক কাশেম রুহুল আমিন প্রতিপক্ষ গুপের বাড়ী ঘরে হামলা ও ভাংচুর করে ছিদ্দিক,ওমর আয়শা,নুরজাহান,সুলতানা,রাহিমা,ঝর্না, রুফজান,, রাশিদা কে ব্যাপক মারপিট করে। আহতদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বাবুল মৃর্ধার সমর্থকদের মধ্যে অনেকে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে।