বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » বিতীয় ধাপের ইউপি নির্বাচন ভোলায় প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া-সংঘর্ষ-গুলি বিনিময় ॥ সাংবাদিকসহ গুলিবিদ্ধ-৮ ॥ আহত অর্ধশতাধিক
বিতীয় ধাপের ইউপি নির্বাচন ভোলায় প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া-সংঘর্ষ-গুলি বিনিময় ॥ সাংবাদিকসহ গুলিবিদ্ধ-৮ ॥ আহত অর্ধশতাধিক
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে ভোলা সদরের পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলা ও সাংবাদিকসহ ৮ জন গুলিবিদ্ধ এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় ৯ নম্বর ওয়ার্ডে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হলেও পুনরায় আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে চলছে ভোট গননা।
স্থানীয়রা জানান, কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব ইলিশার ৫ ওয়ার্ডে মেম্বর প্রার্থী শাহে আলম ও নিজাম উদ্দিন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভোট কেন্দ্র হামলা ও ভাংচুরের ঘটনায় ২০ জন আহত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কেন্দ্রটিতে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হলেও পুনরায় আবার ভোট গ্রহণ শুরু হয়।
অন্যদিকে রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হন। এরা হলেন, জাকির হোসেন, বাগন আলী, রমিজ, মাকসুদ, তাসলিমা ও মাজেদা সর্দার। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে রাজাপুর ইউনিয়নের ৪নং কেন্দ্রে পুলিশের মিস ফায়ারের ফলে এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের ৪নং ভোট কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের শটগানের গুলিতে আহত হন এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশনের মাধ্যমে তার পা থেকে ৮টি শটগানের গুলি বের করা হয়। এছাড়াও রাজাপুর ইউনিয়নের ৫, ৬ ও ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়।
ভোলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান বলেন, ভোলা সদর উপজেলার রাজাপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।