বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইউপি নির্বাচনে পৃথক পৃথক সংর্ঘষ সাংবাদিকসহ গুলিবিদ্ধ-৩,আহত-৪০,
ভোলায় ইউপি নির্বাচনে পৃথক পৃথক সংর্ঘষ সাংবাদিকসহ গুলিবিদ্ধ-৩,আহত-৪০,
লালমোহন বিডিনিউজ সিরাজ মাসুদ ভোলা. :দ্বিতীয় দফা ভোলার ১২ টি ইউনিয়নরে ইউপি নির্বাচনের জালভোট, কেন্দ্র দখল ও অধিপত বিস্তারকে কেন্দ্র করে পৃথক পৃথক সংর্ঘষ ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কেন্দ্রে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গুলি ছোড়ে এতে এনটিভি’র ভোলা প্রতিনিধি আফজাল হোসেনসহ ৩ জন আহত হন। স্থানীয়রা আফজাল হোসেনকে উদ্ধার করে ভোলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। সাংবাদিক আফজাল হোসেনের ডান পায়ে ৪ টি গুলি লাগে। পরে, তাকে দেখতে ভোলা জেলা প্রাশাসক মো. সেলিম উদ্দিন ও পুলিশ সুপর মোহাম্মদ মনিরুজ্জামান দেখতে যান। এবং বিয়ষটি ক্ষতিয়ে দেখে দর্শী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে বলে আশ্বাষ দেন জেলা প্রশাসক।
অপরদিকে চরফ্যাসন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬নং কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে দুই জন কে আটক করেছে আইনশৃ্খংলা রক্ষকারী বাহিনী ।
এছাড়াও ভোলার ৫ ইউনিয়নের বিএনপি ও আ’লীগ বিদ্রোহী প্রার্থীরা জালভোট, কেন্দ্র দখল, অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন। এ সময় তারা সংবাদসম্মেলে পূর্ণ নির্বাচনের দাবি করেন।
এদিকে, সকাল থেকে ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে চলেও ভোট চলার ২ ঘন্টা পর থেকে এ সব অভিযোগ আসে।