বুধবার, ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ভোলার ১২ ইউনিয়নের মধ্যে ১শ’ ১ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ- থাকছে চার স্তরের নিরাপত্তা
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ভোলার ১২ ইউনিয়নের মধ্যে ১শ’ ১ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ- থাকছে চার স্তরের নিরাপত্তা
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোলার ৪ উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জেলার ১০টি ইউনিয়নের ১শ’ ১৭টি কেন্দ্রের মধ্যে ১শ’ ১টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড টিম থাকবে। এছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশের মোবাইল টিম কাজ করবে। পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সুত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা, রাজাপুর ও কাচিয়া ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১২টি। এরমধ্যে ১২টিকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। লালমোহন উপজেলার রমাগঞ্জ ও বদরপুর ইউনিয়নে ভোট কেন্দ্র ২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১৮টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ, আবদুল্লাহপুর, আবু বক্করপুর, চর মানিকা ও রসুলপুর ইউনিয়নের ৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে সব কয়টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে সাড়ে ৩ প্লাটুন বিজিবি, ১শ’ ৫০ সদস্যের সাড়ে ৭ প্লাটুন র্যাব, ১শ’ ৫০ সদস্যের সাড়ে ৭ প্লাটুন কোস্টগার্ড ও ৯শ’ সদস্যের ৪৫ প্লাটুন পুলিশ মোতায়েন থাকবে। একই সাথে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা দেয়া হবে।