বুধবার, ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ভোলার ১২ ইউনিয়নের মধ্যে ১শ’ ১ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ- থাকছে চার স্তরের নিরাপত্তা
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ভোলার ১২ ইউনিয়নের মধ্যে ১শ’ ১ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ- থাকছে চার স্তরের নিরাপত্তা
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :
সুত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা, রাজাপুর ও কাচিয়া ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১২টি। এরমধ্যে ১২টিকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। লালমোহন উপজেলার রমাগঞ্জ ও বদরপুর ইউনিয়নে ভোট কেন্দ্র ২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১৮টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ, আবদুল্লাহপুর, আবু বক্করপুর, চর মানিকা ও রসুলপুর ইউনিয়নের ৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে সব কয়টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে সাড়ে ৩ প্লাটুন বিজিবি, ১শ’ ৫০ সদস্যের সাড়ে ৭ প্লাটুন র্যাব, ১শ’ ৫০ সদস্যের সাড়ে ৭ প্লাটুন কোস্টগার্ড ও ৯শ’ সদস্যের ৪৫ প্লাটুন পুলিশ মোতায়েন থাকবে। একই সাথে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা দেয়া হবে।