সোমবার, ২৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সর্বশেষ » মোটরসাইকেলের নিবন্ধন ফি না কমিয়ে তা কিস্তিতে পরিশোধের সুযোগ
মোটরসাইকেলের নিবন্ধন ফি না কমিয়ে তা কিস্তিতে পরিশোধের সুযোগ
লালমোহন বিডিনিউজ : মোটরসাইকেলের নিবন্ধন ফি না কমিয়ে তা কিস্তিতে পরিশোধের সুযোগ করেছে দিয়েছে সরকার।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজি- এ ধরনের ১০০ সিসির মোটরসাইকেলের নিবন্ধন ফি আগের ১৩ হাজার ৯১৩ টাকা বহাল রয়েছে।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল নিবন্ধন ফি ৮ হাজার ১৬৩ টাকার সঙ্গে যুক্ত সড়ক কর ৫টি কিস্তিতে প্রদান করা যাবে। এক্ষেত্রে প্রতি কিস্তিতে ১ হাজার ১৫০ টাকা পরিশোধ করতে হবে।
নিবন্ধনকালীন সময়ে মূল নিবন্ধন ফি ৮ হাজার ১৬৩ টাকার সঙ্গে সড়ক করের প্রথম কিস্তির ১ হাজার ১৫০ টাকাসহ মোট ৯ হাজার ৩১৩ টাকা প্রদান করতে হবে। পরবর্তী ৪টি কিস্তি প্রতি দুই বছর অন্তর অন্তর মোট আট বছরে শোধ করা যাবে।
আর জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজির বেশি- এমন ১০০ সিসির মোটরসাইকেলের নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকাই রয়েছে।
এক্ষেত্রে মূল নিবন্ধন ফি ৯ হাজার ৭৭৩ টাকার সঙ্গে যুক্ত সড়ক কর ৫টি কিস্তিতেই প্রদান করা যাবে। এক্ষেত্রে প্রতি কিস্তিতে ২ হাজার ৩শ’ টাকা শোধ করতে হবে।
নিবন্ধনকালীন সময়ে মূল নিবন্ধন ফি ৯ হাজার ৭৭৩ টাকার সঙ্গে সড়ক করের প্রথম কিস্তির ২ হাজার ৩শ’ টাকা প্রদান করতে হবে। পরবর্তী ৪টি কিস্তি প্রতি দুই বছর অন্তর অন্তর মোট আট বছরে শোধ করতে হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা আবু নাসের বলেন, শিগগিরই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।