রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মেম্বার প্রার্থীর তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা
লালমোহনে মেম্বার প্রার্থীর তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা
লালমোহন বিডিনিউজ ,স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহনে এক মেম্বার প্রার্থীর তিন কর্মীকে
পিটিয়ে আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে
লালমোহন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কর্তারকাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন, নিরব শনি (২৩), তাজল
ইসলাম শনি (৫০), রাজ্জাক (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন সদর
হাসপাতালে ভর্তি করেছে।
১ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী (মোরগ প্রতীক) মো. বশির উল্যাহ অভিযোগ
করে বলেন, শনিবার সন্ধ্যার দিকে আমার কর্মী সভা ছিল। তা প- করার জন্য
প্রতিপক্ষ প্রার্থী ইউসুফ লালমোহন পৌরশহর থেকে বহিরাগত সন্ত্রাসী দিয়ে
এলাকায় অস্ত্র মহরা দেয়। এবং আমার কর্মীর ভয় ভীতি দেখাতে থাকে। এসময় ওই
সকল সন্ত্রাসীরা আমার তিন কর্মীকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর জখম করে।
তিনি আরো অভিযোগ করেন, আমার প্রতিপক্ষ প্রার্থী ইউসুফ নির্বাচনে তার
পরাজয় নিশ্চিত মনে করে সুষ্ঠু পরিবেশকে উত্তোপ্ত করার পায়তা করছেন।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে বহিরাগত
সন্ত্রাসীরা। সাধারণ ভোটারা এসকল বহিরাগত সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন
করে নির্বাচনের পরিবেশকে শান্ত রাখার জন্য প্রসাশনের হস্তোক্ষেপ কামনা
করেছেন।
লালমোহন উপজেলা নির্বাচন কমিশনার আমির খসরু গাজী বলেন, যে সকল প্রার্থীরা
নির্বাচনে আচারণ বিধি অমান্য করে পরিবেশ গোলাটের চেষ্টা করছে অভিযোগ পেলে
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।