শনিবার, ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ঝূঁকীপূর্ন ভোট কেন্দ্র নিয়ে শঙ্কিত ভোটাররা
লালমোহনে ঝূঁকীপূর্ন ভোট কেন্দ্র নিয়ে শঙ্কিত ভোটাররা
লালমোহন বিডিনিউজ ,শান্ত সাহা লালমোহন : ভোটের দিন যতই এগিয়ে আছসে প্রার্থীদের দৌড়ঝাপ বাড়ছে তোতই। প্রার্থীদের মধ্যে কাজ করছে বিজয় নিনে নানান জল্পনা কল্পনা। প্রার্থীদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনাও। নির্ঘুম রাত কাটাচ্ছে প্রার্থী ও কর্মী সমর্থকরা। নির্বাচনী মাঠের সর্বত্রই যেন সাজ রব। তবে উৎসবের আমেজের মধ্যে দেখা গেছে সাধারন ভোটারদের মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠা আর সংশয়। বিগত নির্বাচনে তাদের সহিংসতার স্মৃতি তাদের তারা করে ফিরছে। ভোটের শেষ দিকে এসে তাদের মনে একটাই প্রশ্ন Ñ আদো কি তারা তাদের ভোটাধীকার প্রয়েগে বাছাই করেতে পারবে তাদের পছন্দের প্রার্থী ? নাকি কেন্দ্রে যাওয়ার আগেই দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের সমর্থকরা প্রয়োগ করবে তাদের পবিত্র ভোটাধীকার । মাঠের হালচাল বিবেচনায় অনুসন্ধান বলছে , ৪ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশী ঝূঁকীপূর্নতায় রয়েছে ২ ইউনিয়ন। তবে এই ০২ ইউনিয়নের মধ্যে বেশী ঝূঁকীতে রয়েছে বদরপুর ইউনিয়ন আর রেট এলার্টে রয়েছে লালমোহন সদর ইউনিয়ন । বদরপুর ইউনিয়নের মাছুমা খানম বিদ্যালয় ( বগির চর), কাজিরা বাদ সরকারী প্রাথমীক বিদ্যালয় (চরটিটিয়া), চরটিটিয়া জমদার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় (রায়রাবাদ), পশ্চিম চর কচ্ছপিয়া সঃ প্রাঃ ( চরকচ্ছপিয়া), পূর্ব চরকচ্ছপিয়া সরকারী সঃ প্রাঃ বিদ্যালয় (চরকচ্ছপিয়া)। এ পাচঁটি কেন্দ্র ঝূকীপূর্নতায় রয়েছে বলে স্বাভাবিক পর্যায়ে ধারণা করা হচ্ছে। আর রেট এর্লাটে রয়েছে লালমোহন সদর ইউনিয়নের প্রতিটি কেন্দ্র। হতে পারে যে কোন মূহুর্তে বড়ধরনের কোন রক্ত ক্ষয়ী সংর্ঘষ। এখনি চলছে কেন্দ্র দখলের দরদাম। অনুসন্ধান আরো বলছে, লালমোহন সদর ইউনিয়নের দলীয় মনোনয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজাহান ওরূফে সুজা শাহাজাহানের সমর্থকরা নিজেদের প্রস্তুত করছে নির্বাচন উপলক্ষে। টিম ভাগ করে নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র থাকবে তার অনুসারীরা। অপরদিকে হাত পা গুটিয়ে ঘরে বসে নেই বিদ্রোহী প্রার্থী কামরুল ও নির্বাচন উপলক্ষে তার স্থান থেকে প্রস্তুত হচ্ছে তার পেটোয়া বাহীনি। ভোটার সাধারনদের ভাষ্য মতে ও ঘটনা চক্রে আবারো প্রশ্নের উত্থান হয় যে, কামরুল . শাহাজাহানের পেটোয়া বাহীনির শেষ দৃষ্য পটে কি আ’লীগ ঘরোনায় নাকি বিদ্রাহী ঘরোনায়?