শনিবার, ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিনে ১৪০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে পোষাক বিতরণ
ভোলার বোরহানউদ্দিনে ১৪০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে পোষাক বিতরণ
লালমোহন বিডিনিউজ ,নিজস্ব সংবাদদাতা,ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দরিদ্র শিক্ষার্থীর মাঝে স্কুলের পোষাক বিতরণ করা হয়েছে। শনিরার দুপুরে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীর মাঝে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও পৌর মেয়র মো. রফিকুল ইসলামের ব্যাক্তিগত তহবিল হতে ওই পোষাক বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম আবদুল্লাহর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সমাজ সেবক জাফরউল্লাহ চৌধুরী, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মাহে আলম বাচ্চু প্রমুখ। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সুধীসমাজ ও শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন।