বুধবার, ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আরটিভির টিমের ওপর হামলা ॥ ক্যামেরা ভাংচুর ॥ ক্যামেরাম্যানকে পিটিয়ে আহত
আরটিভির টিমের ওপর হামলা ॥ ক্যামেরা ভাংচুর ॥ ক্যামেরাম্যানকে পিটিয়ে আহত
লালমোহন বিডিনিউজ ভোলা প্রতিনিধি: ভোল্রা লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে মঙ্গলবার ৮ টায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনী অফিস, ব্যবস্ াপ্রতিষ্ঠান ও বসতঘব বাড়িতে হামলা ও ভাংচুর করছে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ শাজাহান বাহিনী। এ সময় ভিডিও চিত্র ধারনকালে যুগান্তর ও আরটিভি টিমের ওপর হামলা করে ক্যামেরা ভাংচুর ও ক্যামেরাম্যান ইউছুফকে পিটিয়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে আহত করে। ইউছুফকে প্রথমে লালমোহন হাসপাতালে ও পরে ভোলা সদর হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে সন্ত্রাসীরা লালমোহন হাসাতালেও সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ছিল। গত মঙ্গলবার দুপুর থেকে চেয়ারম্যান প্রার্থী শাজাহানের পুত্র সোহেলের নেতৃত্বে বহিরাগত একটি বাহিনী প্রথমে লালমোহন ইউনিয়নে পরে লালমোহন সদর রোডের ব্যবসা প্রতিষ্ঠান ও উত্তরা ব্যাংক ভবনে হামলা করে। এ সময় সাংবাদিক অমিতাভ অপুও সন্ত্রাসীদের তোপের মুখে পড়েন। তার কাছ থেকে ধারনকৃত ভিডিও চিত্রের মেমোরি কার্ড ছিনিয়ে নিতে চেস্টা করে।
গতকাল বুধবার দুপুর ১২টায় এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে দোষীদের গ্রেফতার দাবি করেছেন ভোলা প্রেসক্লাবের সাংবাদিক, লালমোহন প্রেসক্লাব ও রির্পোটাস ইউনিটের সাংবাদিকরা।