
মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » নিউজ নেটওয়ার্ক উদ্যোগে কক্সবাজারে নিউজ মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
নিউজ নেটওয়ার্ক উদ্যোগে কক্সবাজারে নিউজ মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
লালমোহন বিডিনিউজ ,আবদুল হামিদ :নিউজ নেটওয়ার্ক ও ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিএফ ) এর সহযোগিতায় কক্সবাজারে নিউজ মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গত ১২-১৫ মার্চ’২০১৬ তারিখে ৪ দিন ব্যাপী হোটেল নিরিবিলিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষনে কক্সবাজারে কর্মরত স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এনজিও ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশগ্রহন করে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন সাবেক দৈনিক অবজারভার এর নিউজ এডিটর শামসুদ্দিন আহমেদ, নিউজ নেটওয়ার্ক এর এডিটর ও সিই্ও শহীদুজ্জমান, এবং প্রোগ্রাম অফিসার রেজাউল করিম।
উক্ত প্রশিক্ষণে গনতন্ত্র ও মানবাধিকারের উপাদান, করনীয়, বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহের কলাকৌশল, রিপোর্ট তৈরীর বিভিন্ন ইস্যু, প্রেস রিলিজ, ব্রেকিং নিউজ, কেইস ষ্ট্যাডি ও ফলোআপ রিপোর্ট তৈরী উপর মাঠ অনুশীলনের মাধ্যমে ধারনা প্রদান করা হয়।
এ ছাড়া কক্সবাজারের চৌফলদন্ডীর রাখাইন পল্লীর জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন ইস্যু সংবাদপত্রে তুলে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।