রবিবার, ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমদ্দিনের চাচড়ায় নির্বাচনী অফিসে হামলা । প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর
ভোলার তজুমদ্দিনের চাচড়ায় নির্বাচনী অফিসে হামলা । প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর
লালমোহন বিডিনিউজ ,ভোলা দঃ প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের ৪নং চাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী রিয়াজ হোসেন হান্নানের নির্বাচনী অফিসে হামলা ও প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১ঘটিকার সময় স্থানীয় মঙ্গলশিকদার উত্তর বাজার এলাকায় অবস্থিত চাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের বিদ্রোহী প্রার্থী রিয়াজ হোসেন হান্নানের নির্বাচনী অফিসে সরকার দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আবু তাহেরের দুই ছেলে ও জামাতার নেতৃত্বে দেশীয় অ¯্রে সজ্জিত একদল দূবৃত্ত হামলা চালায় । হামলায় অফিসের যাবতীয় আসবাবপত্র সহ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয় ।
এ সম্পর্কে বিদ্রোহী প্রার্থী রিয়াজ হোসেন হান্নান বলেন, আমি জনগনের রায়ে বিশ্বাসী কিন্তু সরকার দলীয় প্রার্থী জনগনের ইচ্ছা আকাংখা কে পদদলীত করে আমার জনপ্রিয়তায় হিংসার বশবর্তী হয়ে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আমার অফিস ভাংচুর, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর এবং আমার প্রায় ২০জন কর্মীকে আহত করা হয়েছে ।
অপরদিকে চাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আবু তাহের পাল্টা অভিযোগ করে বলেন, তারা আমার অফিস ভাংচুরসহ আমার প্রায় ২০কর্মীকে আহত করেছে । আহতরা তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।