শুক্রবার, ১১ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভার কনট্রেকটার সুজন কালবার্ড করতে গিয়ে মরন ফাঁদ তৈরি করায় সেনাসদস্য সহ আহত ৩
লালমোহন পৌরসভার কনট্রেকটার সুজন কালবার্ড করতে গিয়ে মরন ফাঁদ তৈরি করায় সেনাসদস্য সহ আহত ৩
লালমোহন বিডিনিউজ : লালমোহন পৌরসভার কনট্রেকটার ও মুন্নি মেশিনারী মালীক আহাদুল ইসলাস সুজন কালবার্ড করতে গিয়ে মরন ফাঁদ তৈরি করায় সেনাসদস্য সহ তিন জন গুরুতর আহত হয়েছেন ।
সোমবার রাত ৮.৩০ মিনিটের সময় লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ড কলেজিয়েট হাইস্কুল থেকে চরছকিনা যাবার রাস্তা দিয়ে সেনাসদস্য মাকসুদর রহমান ও তার ভাতিজা হাসান সহ রিক্রা দিয়ে বাসায় যাবার সময় রাস্তাটি মাঝখান দিয়ে কাটা থাকায় রিক্রা সহ অন্তত বিশ হাত নীচে পরে গিয়ে সবাই গুরুতর আহত হয় ।
এলাকা সুত্রে যানাযায় লালমোহন পৌরসভার কনট্রেকটার সুজন সোমবার ঐ রাস্তাটিটে কালবার্ড করার জন্য মাঝখান দিয়ে মাটি কেটে অন্তত বিশ হাত গভীর করে ফেলে চলে যায়, কোন পাশদিয়ে বেরিকেড না দেওয়ায় রাত্রে অন্ধকারে পথচারিরা এই রাস্তাদিয়ে হরদম আহত হচ্ছেন , অনেকেই বলছেন এডাতো আর সুজন মিয়ার কাম না লালমোহন পৌরসভার মেয়রের কাজ এজন্যই এভাবে রাখছে দুইপাশে বেরিকেটের টাকাডাতো বেচেঁ গেলো, এতে আমাদের আহত আর নিহতের কিছুই হবেনা ।