মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » তোমরা ভালোবাসলে আমার পোশাকের দরকার নেই
তোমরা ভালোবাসলে আমার পোশাকের দরকার নেই
বিনোদন ডেস্ক :নগ্নতা প্রদর্শনে আরও এক মাইলফলক পেরোলেন কিম কার্দাশিয়ান। সম্প্রতি ফুল ফ্রন্টাল ন্যুড সেলফি পোস্ট করে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছেন বছর পঁয়ত্রিশের সুপারমডেল তথা অভিনেত্রী।
বেবি সেইন্টের জন্মের পর কিছুদিন মোটামুটি চুপচাপ ছিলেন কিম। কিন্তু সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত তিনি ফের জানিয়ে দিলেন, সন্তান জন্ম দেওয়া আর সদম্ভে ইন্টারনেট শাসন করার মধ্যে কোনও বিরোধ নেই। কিমের নগ্ন সেলফির পোস্টে মাত্র আধ ঘণ্টায় ১,৫০,০০০ লাইক পড়েছে। সেই সঙ্গে কয়েকশো মন্তব্য। যদিও সব কমেন্ট-ই সদর্থক নয়।
সেলফিতে দেখা গিয়েছে, নিজের মার্বেল পাথরে মোড়া বাথরুমে সম্পূর্ণ নগ্ন হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পাউট করছেন সুন্দরী কিম। তবে ছবির ২টি অংশ নিজেই সেন্সর করেছেন অভিনেত্রী। ক্যাপশনে কিমের সরস মন্তব্য, ‘তোমরা ভালোবাসলে আমার পোশাকের দরকার নেই।
বে কেউ কেউ স্বর্ণকেশীর এ হেন আচরণ মেনে নিতে পারেননি। সোস্যাল মিডিয়া পোস্টে তাঁদের একজন মন্তব্য করেছেন, ‘আপনি মা। মায়ের মতো আচরণ করুন।’ কিন্তু বিধাতা যাঁকে এমন অপার যৌন আবেদন দান করেছেন, তাঁর দেহ-ঐশ্বর্য কি মাতৃত্বের দোহাই দিয়ে ঠেকানো যায়?