মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ধলীগৌরনগর ইউনিয়নে মিন্টু ও মুজাম্মেল গ্রুপের সংর্ঘষ-মুজাম্মেলের সকল অফিস ভাংচুর
লালমোহনে ধলীগৌরনগর ইউনিয়নে মিন্টু ও মুজাম্মেল গ্রুপের সংর্ঘষ-মুজাম্মেলের সকল অফিস ভাংচুর
লালমোহন বিডিনিউজ : লালমোহন ধলীগৌরনগরে মিন্টু ও মুজাম্মেল গ্রুপের মধ্যে ব্যাপক সংর্ঘষ মুজাম্মেলের সকল অফিস ভাংচুর ভাংচুর করা হয়েছে ।সোমবার রাত ৮ টায় আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের হেদায়েত ইসলাম মিন্টু ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়্যারম্যান মুজাম্মেল হক ডিলার আনারস প্রতিকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সৃস্টি হয় ।
যানাযায়, রাত ৮টায় ধলীগৌরনগর ১নং ওয়ার্ড দলিল মাষ্টারের পোলের গোরায় মুজাম্মেলের সমর্থকরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাকসুদ মিয়া প্রার্থী মিন্টু মিয়ার কাছ থেকে ব্যাপক টাকা নিয়ে বসে গেছেন বলে বিভিন্ন মন্তব্য করেন। এ নিয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি ইদ্রিসের সাথে কথার কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়ে মিন্টুর অফিস ভাংচুর হয়। পরবর্তীতে মিন্টুর লোকজনের নেতৃত্বে মুজাম্মেল এর চতলা, দালাল বাজার ,বার্তির খাল ,মঙ্গল সিকদার সহ সকল অফিস ভাংচুর করা হয়।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে বর্তমানে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।