শুক্রবার, ১ মে ২০১৫
প্রথম পাতা » খেলা | শিরোনাম | সর্বশেষ » টি-টোয়েন্টি র্যাংকিংয়ে মাশরাফিদের উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে মাশরাফিদের উন্নতি
লালমোহন বিডি নিউজ ডেস্ক: সর্বশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। টাইগাররা উঠে এসেছেন অষ্টম স্থানে।
ওয়ানডের পর টি-টোয়েন্টি র্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। ৩০ এপ্রিল আইসিসির প্রকাশ করা টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছেন টাইগাররা।
তবে আইসিসির টি-টোয়েন্টির র্যাংকিং খুঁজতে গেলে এখনও বাংলাদশের অবস্থান দশমই দেখাচ্ছে। কারণ টাইগারদের (৭৭) চেয়ে রেটিং পয়েন্টে এগিয়ে আছে আয়ারল্যান্ড। আইরিশদের সংগ্রহ ৮৪।
কিন্তু আইসিসির র্যাংকিংয়ে তারা কোনো অবস্থানই পাবেন না। কেননা সংস্থাটির বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে পারেননি আইরিশরা। আইসিসির নিয়ম হচ্ছে, নির্ধারিত সময়ে ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। আইরিশরা ৮টি ম্যাচ খেলতে পারেননি।
এদিকে ১৩৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। র্যাংকিংয়ের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারত (১২৪) ও অস্ট্রেলিয়া (১২২)। বাংলাদেশ সফরে থাকা পাকিস্তান দলের অবস্থান পঞ্চম। রেটিং পয়েন্টে তাদের সংগ্রহ ১১৩।