মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার মেঘনা ওতেতুঁলিয়া নদীতে সব ধরনের মাছ ধরানিষিদ্ধ ॥ ৪০ মন ঝাটকা ইলিশ জব্দ
ভোলার মেঘনা ওতেতুঁলিয়া নদীতে সব ধরনের মাছ ধরানিষিদ্ধ ॥ ৪০ মন ঝাটকা ইলিশ জব্দ
লালমোহন বিডিনিউজ :ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনার চর ইলিশা থেকে চর পিয়াল ও তেতুঁলিয়া নদীর চর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত ১৯০ কিলোমিটার এলকায় সকল প্রকার মাছের অভয় আশ্রম ঘোষনা করেছে সরকার। সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মঙ্গলবার ভোরে ভোলা সদরের তেঁতুলিয়া নদী থেকে ৪০ মন জাটকা জব্দ করেছে পুলিশ।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোলায়মান মাহামুদ জানান, মঙ্গলবার ভোর রাতে তেঁতুলিয়া নদীর চন্দ্র প্রসাদ এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রলারে করে ১৪টি ড্রামে করে ঝাটকা ইলিশ বরিশাল পাচার করার সময় পুলিশ জব্দ করে। জব্দ কৃত ড্রাম থেকে প্রায় ৪০ মন জাটকা উদ্ধার করা হয়। আটককৃত মাছের মূল্য আনুমানিক ২লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ জাটকা ইলিশা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
ভোলা থানায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও মৎস্য বিভাগের কর্মকর্তা পলাশ হাওলাদারের উপস্থিতিতে জব্দকৃত মাছ অসহায় দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।