রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলার দৌলতখানে উপজেলা নিবার্হী কর্মকর্তার অপসারণের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
ভোলার দৌলতখানে উপজেলা নিবার্হী কর্মকর্তার অপসারণের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে উপজেলা নিবার্হী কর্মকর্তার অপসারণের দাবিতে ফুসে উঠেছে বাজার ব্যবসায়ীরা। শনিবার রাত ১১ টা থেকে রবিবার দুপুর পর্যন্ত পৌর শহরে সকল দোকান-পাট বন্ধ রেখে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। পরে দুপুরের দিকে দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদারের হস্তক্ষেপে বিক্ষোভ বন্ধ করে রাস্তা ছেড়ে তাদের দোকান-পাট খুলেন ব্যবসায়ীরা।
এলাকা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় কোন রকম নোটিশ ছাড়াই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান দৌলতখান পৌর শহরে ফুটপাত উচ্ছেদের অভিযান চালায়। এসময় বাজারের উত্তর মাথার সুগন্ধা কফি হাউজের পুটপাতের উপর থাকা চা-য়ের ফ্লাক্স ও দুধের পাত্র ছুড়ে ফেলেন ইউএনও। এতে গরম দুধ পরে লিমন (১০) নামের ওই দোকানের এক কর্মচারী আহত হয়। এরপরই ফুসে উঠে বাজার ব্যবসায়ীরা। এ ঘটনায় দফায় দফায় তারা পৌর শহরে নির্বাহি অফিসারের অপসারণের দাবি কিরে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাজার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রায় সময়ই তুচ্ছ কারণ দেখিয়ে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের চাড়াও হন ইউএনও। জরিমানা করে টাকা নিয়ে গেলেও তাদেরকে কখনোই জরিমানার রশিদ দেয়া হয় না। কারনে অ-কারণে জেল-জরিমানা এমনকি চর-থাপ্পর মারতেও পিছপা হননা তিনি।
এব্যাপারে নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, আমি আমার স্বার্থের জন্য এই অভিযান করিনি। আমি সরকারী দ্বায়ীত্ব পালন করেছি। ইচ্ছাকৃত আমি কাউকে আহত করিনি। এসময় কেউ আহত হয়েছে কিনা তা আমার জানা নেই বলেও তিনি জানান।