শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখান উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে-আবদুল মান্নান সভাপতি শাজাহান সাজু সম্পাদক
দৌলতখান উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে-আবদুল মান্নান সভাপতি শাজাহান সাজু সম্পাদক
লালমোহন বিডিনিউজ,দৌলতখান প্রতিনিধি :দৌলতখান উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুল মান্নান মিয়াকে সভাপতি ও মো. শাজাহান সাজুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। জেলা বিএনপির কার্যালয়ে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ সম্মেলন সম্পন্ন হয়। ২৬ ফেব্রুয়ারি জেলা বিএনপির দফতর সম্পাদক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিবৃতিতে জানানো হয়, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন- সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দফতর সম্পাদক কবির আহমেদ তালুকদার, কোষাধ্যক্ষ মো. মনিরুল হক, প্রচার সম্পাদক মো. বশির হাওলাদার ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন।
১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. নাজিবুল্লাহ মাস্টারকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুল হক খোকনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. নাছির উদ্দিন নাসু’কে সাংগঠনিক সম্পাদক করা হয়। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয় বলেও জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।