বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা সরকারী কলেজের বর্ণাঢ্য ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
ভোলা সরকারী কলেজের বর্ণাঢ্য ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,রিপন শান/ সিরাজ মাসুদ : বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল , জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হক , ব্রিটিশ বিরোধি আন্দোলনের মহাসৈনিক কমরেড নলিনী দাসের জন্মভূমি দ্বীপজেলা ভোলার কেন্দ্রীয় বিদ্যাপীঠ ভোলা সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব রকমারী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অমর একুশের পরের দিন ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় ভোলা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি ভোলা জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান। ভোলা সরকারী কলেজের ক্বরিৎকর্মা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসার পারভীন আখতারের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান , জেলা সির্ভিল সার্জন ডাঃ ফরিদ আহমেদ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মহসিন গোলদার, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ভোলা শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন ও সহ সভাপতি আলহাজ্ব মোঃ ফয়সাল, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক রিপন শান, নাট্য নির্দেশক অতনু করঞ্জাই, কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ এরশাদ, সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধন প্রমুখ। উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু বলেন- একজন খেলোয়ার তার খেলা দিয়ে বিশ্বের দরবারে নিজেদের জাতিসত্তাকে তুলে ধরে । একজন কৃতি ক্রিড়াবিদ মানে একজন সফল রাষ্ট্রদূত , একজন সফল হাইকমিশনার । ভোলা সরকারী কলেজের সাথে আমার প্রাণের সম্পর্ক । আমি এই কলেজের ভিপি ছিলাম বলেই এই জেলা আমাকে আওয়ামীলীগের মত একটি বড় সংগঠণের নেতা বানিয়েছে। এই ভোলা কলেজে পড়েছি বলেই আজকে আমি জেলা পরিষদের প্রশাসক । আমি শুধু এই কলেজের ভিপি ছিলাম না, ছিলাম সরাসরি একজন খেলোয়ার । যতদিন বাঁচবো এই কলেজের উন্নয়নে সম্পৃক্ত থাকবো।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার বলেন, যে কোন জাতীর শারীরিক ও মানসিক প্রবৃদ্ধির জন্য খেলাধুলার বিকল্প নেই । ভোলা সরকারী কলেজ সমগ্র জেলার মুখপাত্র । আপনাদের সহযোগিতা পেলে প্রতি বছর কলেজে এই উৎসবের ধারাবাহিকতা বজায় থাকবে। আমি মনে করি পুথিগত বিদ্যার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চা ভোলা কলেজের সকল ছাত্রছাত্রীর মেধা ও মননকে অধিকতর বিকশিত করবে।