শুক্রবার, ১ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন যোগাযোগ বন্ধ
কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন যোগাযোগ বন্ধ
লালমোহন বিডি নিউজ ডেস্ক: কুমিল্লায় ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি কন্টেইনার লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে জেলার লাকসাম ও লালমাই স্টেশনের মাঝামাঝি হরিসচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি আহসান হাবিব লালমোহন বিডি নউজকে
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত কন্টেইনারটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু করা হবে।