বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিনের চর লতিফে ইদুর নিধনের যন্ত্র ও বিষটোপ বিতরন
ভোলার বোরহানউদ্দিনের চর লতিফে ইদুর নিধনের যন্ত্র ও বিষটোপ বিতরন
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি:ভোলা বোরহানউদ্দিন উপজেলার দুর্গম চর লতিফে ইদুরের উদ্রপ থেকে ফশল রক্ষায় বিনা মুল্যে ২৬ জন কৃষকদের মাঝে ইদুর ধরার ফাদ ও বিষটোপ বিতরন করা হয়েছে। গত বুধবার বিকালে চর লতিফে ইউএসএআইডির অর্থায়নে সিমিট বাংলাদেশ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপকরন গুলো বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষন উইং এর সহকারী পরিচালক, খামার বাড়ি ঢাকা, আরমান হায়দার, বোরহান উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা বিবি মরিয়ম, সিমিট বাংলাদেশ বরিশাল প্রধান হীরালাল নাধ, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন প্রমুখ।