রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার তেুঁতলিয়া নদীতে লঞ্চ ডুবি, ৪ জন আহত
ভোলার তেুঁতলিয়া নদীতে লঞ্চ ডুবি, ৪ জন আহত
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় শনিবার তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নোঙ্গর করা একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় লঞ্চের ৪ স্টাফ গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভোলা-বরিশাল রুটের সোহাগী-১ নামের একটি লঞ্চ তীরে নোঙ্গর করা ছিলো। সকালে ঢাকা থেকে ভোলাগামী কর্নফুলী -১১ নামের একটি লঞ্চ ওই লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চে থাাকা ৭ স্টাফ তীরে উঠে এলেও ৪ জন আহত হন। আহতরা হচ্ছেন জামাল হোসেন,আলআমিন,আলতাফ,মোস্তফা। পুলিশ ও ডুবুরি দল দুর্ঘটনা কবলিত লঞ্চটি উদ্বারের চেষ্টা করছে।