মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার ঢালচরে সিম রেজিঃ নামে অতিরিক্ত টাকা আদায়
ভোলার ঢালচরে সিম রেজিঃ নামে অতিরিক্ত টাকা আদায়
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু :ভোলার চরফ্যাশনের বিছিন্নচর ঢালচরে গ্রামীণফোনের বিনা মূল্যে সিম রি- রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা আদায় এবং গ্রাহকদেরকে নানাভাবে হয়রাানি করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগসূত্রে জানাগেছে, বিনা মূল্যে সিম রেজিষ্টেশন বাধ্যতামূলক বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের এই কঠিন পদক্ষেপ কে উপেক্ষা করে ভোলার ঢালচরে চলছে সিম রেজিষ্টেশনের নামে অতিরিক্ত অর্থ আদায় । ঢালচর টাওয়ার বাজারের দ্বীপ মোবাইলের মালিক আলমগীর গ্রামীনফোন সিম রি- রেজিস্ট্রেশনকরার নামে গ্রাহকদের হয়রানি করাসহ অতিরিক্ত টাকা আদায় করে লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছে।
তিনি প্রতি গ্রাহক থেকে সিম রেজিস্ট্রেশন করার নামে আশি থেকে একশত টাকা আদায় করেন। এতে একদিকে যেমন কোম্পানীর সুনাম নষ্ট হয়, তেমনি সাধারণ গ্রাহকরা ও ভোগান্তির শিকার হয়। ফলে গ্রামীন ফোনের গ্রাহক সংখ্যাও দিন দিন কমতে থাকে ।
ঢালচরের মোঃ বাবুল বেপারী, শরিফ সদাগর,আইয়ুব আলী বাতান,ইসলাফিল হাওলাদার,ইউপি সদস্য লোকমান হোসেন এলাহী, মোঃ ইসমাইল, মোঃ রহিম মাঝি,শরিফ মুন্সীসহ একাধিক গ্রাহকরা জানান আলমগীর কে তার চাহিদা অনুযায়ি টাকা না দিলে সে সিম রেজিস্ট্রেশন করে না।
এ ব্যাপারে আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।