বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার ৩ মেয়রসহ ৩৬ কাউন্সিলরের শপথ গ্রহন
ভোলার ৩ মেয়রসহ ৩৬ কাউন্সিলরের শপথ গ্রহন
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার তিনটি পৌরসভার তিন মেয়রসহ ৩৬ কাউন্সিলর শপথ গ্রহন করছেন। গতকাল সোমবার দুপুর ১২টায় বরিশাল ইসলামিক ফাউন্ডেশন হল রুমে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস।
এসময় ভোলা পৌরসভার মেয়র হিসেবে দ্বিতীয় বারের মত শপথ গ্রহন করেন আলহাজ্জ মোহাম্মদ মনিরুজ্জামান মনির। দৌলতখান পৌরসভার মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম। সাধারন কাউন্সিলর হিসেবে ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২নং ওয়ার্ডে ইব্রাহীম খোকন, ৩নং ওয়ার্ডে ছালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে শওকত হোসেন, ৫নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬নং ওয়ার্ডে ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে শাহে আলম, ৮নং ওয়ার্ডে আতিকুর রহমান ও ৯নং ওয়ার্ডে শামিম শপথ গ্রহন করেন। এছাড়াও সাধারন কাউন্সিলর পদে দৌলতখান পৌরসভার ৯ কাউন্সিলর ও বোরহানউদ্দিন পৌরসভার ৯ কাউন্সিলর শপথ গ্রহন করেন। সংরক্ষিত মহিলা কমিশনার হিসেবে শপথ গ্রহন করেন ভোলা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের জোসনা ইয়াছমিন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সোনিয়া, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে নাছরিন আক্তার। এছাড়াও দৌলতখান পৌরসভার ৩জন ও বোরহানউদ্দিন পৌরসভার ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে শপথ গ্রহন করেন।