শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » বই বিতরণ উৎসবে মেতে উঠে ভোলা চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়
বই বিতরণ উৎসবে মেতে উঠে ভোলা চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি :ভোলায় বই বিতরণ উৎসব পালন করলেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়। নানা আয়োজনের মধ্য দিয়ে তারা দিনটিকে উদযাপন করেন। বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়টি।
২০১৬ সালের ১ জানুয়ারী শুক্রবার হওয়া সত্বেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রছত্রীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় প্রধান শিক্ষক মুহঃ আবু তাহের। শুক্রবার সকাল ৯.৩০ টায় শুরু হয় বই বিতরন উৎসব। কোরআন তেলোয়াত ও হামদ নাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী ফজিলাতুন নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী কমপ্লেক্সের পরিচালক মাওলানা আবদুল কুদ্দুছ, চরনোয়াবাদ মহিলা দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা মো. ইসমাইল, পশ্চিম চরনোয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শফি উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সরকারের এই মহান উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একসময় যেখানে বছরের তিন মাস গেলেও ছাত্রছাত্রীরা লাইব্রেরী থেকে বই কিনতে পারত না, সেখানে সরকার বিনামূল্যে বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের হাতে সারাদেশে একসাথে বই তুলে দিচ্ছেন। এটা সরকারের বিশাল সফলতা বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন আইসিটি ও সহকারী শিক্ষক আনোয়ার পারভেজ।
এদিকে টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম আচার্য্য শান্ত জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে তারা বই বিতরন উৎসব পালন করেন। এ সময় বক্তব্য রাখেন বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং প্রাক্তন প্রধান শিক্ষক শাহনেওয়াজ চন্দন।