বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চাঁদাবাজীর কারনে চরফ্যাশন পানী উন্নয়ন বোর্ডের কর্মচারীদের অফিস বর্জন
চাঁদাবাজীর কারনে চরফ্যাশন পানী উন্নয়ন বোর্ডের কর্মচারীদের অফিস বর্জন
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন সংবাদদাতা :ভোলা পানী উন্নয়ন বোর্ড ডিভিশন-২ অফিস বর্জন ঘোষনা করে কর্মবিরতি পালন করেছে ঐ অফিসের কর্মচারীরা। কর্মবিরতির কারনের বৃহস্পতিবার দাপ্তরিক কর্মকান্ডে ব্যঘাত সৃষ্টি হয়। ভোলা জেলার চরফ্যাশন উপজেলা সদরে অবস্থিত এ অফিসটিতে সারাদিন কর্মবিরতি পালনের পর বিকাল সাড়ে ৩ টার দিকে কর্মচারীদের ক্লাবে মিটিং করে কর্মচারীরা। এসময় উপস্থিত সকল কর্মচারীদের পক্ষে লিখিত বক্তব্যে জসিম উদ্দিন জানান, ভোলার চরফ্যাশন শহরে অবস্থিত ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ অফিস সংলগ্ন এলাকার শামিম নামের এক ব্যক্তি প্রায় দিন অফিসের সামনে ওঁৎ পেতে বসে থাকে এবং কর্মচারীরা কোনো কারনে অফিসের বাইরে আসা-যাওয়ার সময় তাদের কাছে টাকা দাবী করে। টাকা না দিলে কর্মচারীদের সাথে অসদাচরণ থেকে শুরু করে নানা ধরনের নাজেহাল করে শামিম। আবার মাঝে মধ্যে অফিসের মধ্যে প্রবেশ করে টাকা দাবী করে এবং অনেকের কাছ থেকে জোর করে টাকা পয়সা নেয়। সর্বশেষ বৃহস্পতিবার সকালে অফিসে প্রবেশের সময় মিজান নামের এক কর্মচারীর কাছে টাকা চায়। টাকা না দেয়ায় অফিসের গেইটে মিজানকে নাজেহাল করে শামিম। এ ঘটনা অফিসের উর্ধতন কর্মকর্তাদের অবগত করা হলেও তারা র্কাযকর কোনো পদক্ষেপ নিচ্ছেনা। যার ফলে আমরা অফিস বর্জনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এসময় অফিসের ৩য় ও ৪র্থ শ্রেণী মর্যাদার প্রায় ২০ জন কর্মচারী উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ভোলা পানী উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী কাইছার আলম বলেন, দীর্ঘ দিন ধরে শামিম নামের জনৈক ব্যক্তি এই অফিসের কর্মচারীদেরকে উৎকোচের দাবীতে নাজেহাল করছে বলে আমার কাছে অভিযোগ দিয়েছে কর্মচারীরা। বিষয়টি নিয়ে এলাকার রাজনীতি সংশ্লিষ্ট কয়েকজনকে জানিয়েছি। এ ছাড়া মাননীয় এমপি মহোদয়কে জানানো হবে। তারা সমাধান না করলে আমরা আইনের আশ্রয় নেব।