বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » তাবলীগে গিয়ে নিখোঁজ হাজী মোহাম্মদ আলী
তাবলীগে গিয়ে নিখোঁজ হাজী মোহাম্মদ আলী
লালমোহন বিডিনিউজ ,আসাদুল ইসলাম আসাদ, চরফ্যাসন প্রতিনিধি :ভোলার চরফ্যাসন উপজেলার আবুবকরপুর ৫নং ওয়ার্ড রইদেরহাট এলাকার হাজী মোহাম্মদ আলী (৬০) তাবলীগে গিয়ে নিখোজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তাঁেক হারিয়ে হতবাগ তার পরিবারের লোকজন । হাজী মোঃ আলী গত ২৯ শে ডিসেম্বর হাসানগঞ্জ ৪নং ওয়ার্ড মোল্লা মসজিদ তাবলীগে থাকা অবস্থা নিখোজ হন। । তাঁেক বিভিন্ন জায়গা খুজে না পেয়ে অবশেষে তার ছেলে নাজিমউদ্দিন বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি সাধারণ ডায়রী করেন । ডায়রী নং ১৪৬৪, তাং ৩১/১২/১৫। বিষয়টি নিয়ে বর্তমানে ঐ এলাকায় চাঞ্চলতা বিরাজ করছে। তাঁর তাবলীগের সাথীরা জানান, তাহাজ্জতের নামায শেষ করার পর তাঁকে আর খোঁেজ পাওয়া যায়নি।
নিখোজ মোহাম্মদ আলীর ছেলে নাজিমউদ্দিন জানান, আমার বাবা তাবলীগে থাকা অবস্থায় নিখোজ হন । আমরা তাকে আত্বীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোজে না পেয়ে চরফ্যাসন থানা একটি সাধারণ ডায়রী করি। বাবার হাতে থাকা মোবাইল নং ০১৭৫৪ ৯৪১০৫৮ বার বার ফোন করে ও মোবাইলটি বন্ধ পাই ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ জমদার জানান, আমি বিষয়টি শুনেছি মোহাম্মদ আলী হজ্ব থেকে এসে তাবলীগে গিয়ে মোল্লা মসজিদ থেকে নিখোঁজ হন । আমি বিষয়টি চরফ্যাসন থানার ওসিকে জানিয়েছি।