সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » সুন্দরবনে বন্দুকযুদ্ধে আকাশ বাহিনীর প্রধান সহ ২জন নিহত অস্ত্র ও গুলি উদ্ধার
সুন্দরবনে বন্দুকযুদ্ধে আকাশ বাহিনীর প্রধান সহ ২জন নিহত অস্ত্র ও গুলি উদ্ধার
লালমোহন বিডিনিউজ ,বাগেরহাট প্রতিনিধি :সুন্দরবনে র্যয়াবের সঙ্গে বন্দুকযুদ্ধে আকাশ বাবু বাহিনীর প্রধান কাশেম আকাশ (৪০) ও উপ-প্রধান ফরিদ মাউজ্জা (৪৫) নিহত সহ ১৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৪৫০রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যায়াব।
সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুল বুনিয়ার খাল এলাকায় এঘটনা ঘটে।নিহত বনদস্যুরা বাগেরহাটের শরোনখোলা উপজেলার বাসিন্দা বলে জানাগেছে।
ঘটনাস্থল থেকে ৪টি এলজি,৫টি কাটা বন্দুক,৬টি একনালা বন্দুক,২টি এয়ার রাইফেল, বন্দুকের ৩৩রাউন্ড কার্তুজ,পয়েন্ট টুট বোর রাইফেলের ১৪৭রাউন্ড গুলি,এয়ারগানের ২৬৪টি গুলি,কার্তুজের ৩৬টি খোসা,দেশী তৈরী ৭টি ধারালো অস্ত্র/রামদা,চাঁদা আদায়ের কার্ড ও বিপুল পরিমান রসদ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
র্যয়াব-৮ এর অধিনায়ক লে.কর্নেল ফরিদ আলম জানান,র্যয়াবের নিয়মিত টহলের সময় সকালে চাঁদপাই রেঞ্জের তাম্বুর বুনিয়া খাল এলাকায় বনদস্যূরা তাদেও উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এসময় র্যয়াব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্রাপি গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে গেলে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা তাদেও বনদস্যু বলে শনাক্ত করে। লাশ মংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।