সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ন্যাশনাল ব্যাংকের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ভোলায় ন্যাশনাল ব্যাংকের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
লালমোহন বিডিনিউজ ,জেলা সংবাদদাতা :ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ও নেয়ামতপুর এলাকায় সোমবার দুপুরে শীতার্ত মানুষের মাঝে কবম্বল বিতরণ করেছেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে দৌলতখান উপজেলায় ৫ হাজার কম্বল বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতারা এলাকায় থেকে রাজনীতি করছেন। কাউকে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে না। অথচ বিএনপি সরকারের সময় কোন আওয়ামী লীগ নেতাকর্মী বাড়ি থাকতে পারেন নি। সাবেক বিএনপি দলীয় এমপি হাফিজ ইব্রাহিমের ভয়ে এলাকার মানুষ ছিল তটস্থ। ওই নাম ছিল এলাকায় আতংকৃত নাম। আজ সেই পরিবেশ নেই। আমরা এমন শান্তির জনপথ গড়ে তুলতে পেরেছি। এটাই জননেত্রী শেখ হাসিনার সরকারের সফলতা।
এ সময় আরো বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, ন্যাশনাল ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার , ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সিরাজ খান প্রমুখ । এর আগে কবম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ । এ সময় ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।