সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কাউন্সিলর প্রার্থী বশির হাওলাদারের বাসায় বোমা হামলা
ভোলায় কাউন্সিলর প্রার্থী বশির হাওলাদারের বাসায় বোমা হামলা
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও বিএনপি সমর্থীত কাউন্সিলর প্রার্থী বাসায় বোমা হামলা করেছে পতিপক্ষ আ.লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী মিথুন মোল্লার ভারাটে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে তার চরনোয়াবাদ কালীখোলা সংলগ্ন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
কাউন্সিলর প্রার্থী বশির হাওলাদার জানান, রোববার মধ্যরাতে তার বাড়ির পেছন দিকে পতিপক্ষ কাউন্সিলর প্রার্থী মিথুন মোল্লার ভারাটে সন্ত্রাসীরা পর পর দুটি বোমা বিস্ফোরন ঘটায় এবং হ্যান্ড মাইক দিয়ে বশির হাওলাদার ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালমন্দ করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি খারাপ দেখে কাউন্সিলর প্রার্থী বশির হাওলাদার পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বোমা হামলাকারী সন্ত্রাসীরা বিএনপি থেকে নব্য আওয়ামী লীগে যোগদানকারী বলেও জানান বশির হাওলাদার।
এদিকে এ ঘটনায় মুহুর্তর মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ওই এলাকার বাসিন্দা রিপন জানান, সে রাতে ঘুমিয়ে ছিলো। হঠাৎ বিকট শব্দে তিনি এবং তার পরিবারের সবাই ঘুমথেকে জেগে যায়। এসময় হামলাকারীরা এলাকায় মিছিল করতে থাকে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, রাতে বোমা হামলার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।