রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় দুটি বোমা বিষ্ফোরনে বাক্স উদ্ধার
ভোলায় দুটি বোমা বিষ্ফোরনে বাক্স উদ্ধার
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নম-স্কুলের দেওয়ালে র্দুবৃত্তরা দুটি বোমা বিষ্ফোরণ ঘটায়। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আরও দুটি বোমা ভর্তি মিষ্টির বাক্স উদ্ধার করেছে। তবে ওই ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন।
স্থানীয় ভোটাররা বলেন, শনিবার রাত ৮টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের কালীখোলা মন্দিরে ভোলা পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের উঠান বৈঠক ডাকে। ওই বৈঠকে যোগ দিতে কয়েকটি মিছিল যায়। এ সময় মধ্য-চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (নমস্কুল) দেওয়ালে দুটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। সরেজমিন দেওয়ালে বোমা বিষ্ফোরণের দাগ চোখে পড়ে।
ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের (উটপাখি) দাবি, তারা মিছিল নিয়ে কালীখোলা মন্দিরে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন বোমা নিক্ষেপ করে। সেটি তাঁদের মিছিলে না পড়ে দেওয়ালে লেগে বিস্ফোরণ ঘটে।
অপরদিকে একই অভিযোগ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন (পাঞ্জাবী)প্রতীক। তিনি বলেন, আমার লোকজন উঠান বৈঠকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শওকতের মিছিল থেকে বোমা ছুঁড়ে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, তাঁরা দুটি বাক্স উদ্ধার করেছে। পরীক্ষা না করে বোমা কিনা বলা যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। নইলে পুলিশ নিজেই ব্যবস্থা নেবে।