বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলার দৌলতখানে নৌকার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগ
ভোলার দৌলতখানে নৌকার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগ
দৌলতখান সংবাদদাতা: আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচারণার জন্য হাতে সময় মাত্র ৬ দিন। এরই মধ্যে দৌলতখান পৌর নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন তালুকদারের নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ। বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদারের নেতৃত্বে যুবলীগের ৯ সদস্যের একটি টিম দৌলতখান পৌর শহরে নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান।
এর আগে সকাল ১০টায় কেন্দ্রীয় নেতারা দৌলতখানে উপস্থিত হলে স্থানীয় যুবলীগ তাদের ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এরপর উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি জিএস ভূট্রো তালুকদার। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক হামিদুর রহমান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, নৌকার বিকল্প কোন প্রতীক নেই। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকাকে ভোট দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা জিল্লুর রহমান মিলন, নাজিম উদ্দিন বাবুল, গোলাম কিবরিয়া শামীম, নাজমূল হোসেন জুয়েল, মামুনুর রশীদ, শহিদুল ইসলাম, এম শওকত ওসমান লিখন, মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার ও ভোলা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক লিয়াকত হোসেন মুনসুর। এসময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসনে টিটু, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, হাসান মাহামুদ, পৌর যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন সেলিম, সম্পাদক মিজানুর রহামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।